জয়পুরহাটের কালাইয়ে কৃষক শ্রী শিশির চন্দ্র দাস (৪০) কষ্ট করে জমানো টাকায় দুটি গরু কিনেছিলেন। কিন্তু ক্রয়ের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তার সেই দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পূর্ব ইটাইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শ্রী শিশির চন্দ্র দাস পূর্ব ইটাইল গ্রামের মৃত শ্রী দেবনাথের ছেলে। ভুক্তভোগী কৃষক জানান, গত শনিবার (২০ ডিসেম্বর) সংসারের প্রয়োজন মেটানোর আশায় জয়পুরহাটের নতুনহাট পশুর হাট থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকায় দুটি গরু কিনে বাড়িতে আনেন। কিন্তু কেনার তিন দিনের মাথায় গভীর রাতে চোরেরা তার গোয়ালঘর থেকে গরু দুটি চুরি করে নিয়ে যায়।তিনি আরও জানান, বুধবার গভীর রাতে প্রকৃতির ডাকে ঘুম ভেঙে গেলে ঘরের বারান্দায় বের হয়ে গোয়ালঘরের দিকে তাকিয়ে সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে দেখেন কোনো গরু নেই। বিষয়টি দেখে তিনি হতবাক হয়ে পড়েন। আশপাশে খোঁজাখুঁজি করেও গরুর কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চোরচক্র গরু দুটি চুরির আগে শিং কেটে নেয়।
শিশির চন্দ্র দাস বলেন, ‘অনেক কষ্ট করে টাকা জমিয়ে গরু দুটি কিনেছিলাম। এত অল্প সময়ের মধ্যে এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। এখন পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’ ঘটনার পরপরই বিষয়টি স্থানীয়দের জানানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে গেছে। এতে সাধারণ কৃষকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সকালে বিষয়টি জানতে পেরেছি। গরু চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’