যশোরের শার্শা সীমান্ত থেকে ভারতীয় ইয়াবাসহ দুই মাদক পাচারাকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে শার্শার কায়বা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বুঝতলী, নাথপুর গ্রামের গৌতম পালের ছেলে চয়ন পাল (২০) ও একই থানার মাঝের পাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে আরিফ হোসেন (২৪)।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, মঙ্গলবার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৭ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ চয়ন পাল ও আরিফ হোসেনকে আটক করা হয়। আটকৃতদের মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
দেশের সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।