বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

সৌদিতে দুটি বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরবের পর্যটন খাতের মুকুটে যুক্ত হওয়া নতুন পালক ‘দ্য রেড সি’ এখন বিশ্বের শীর্ষ ধনকুবের ও তারকাদের পছন্দের তালিকায়। সম্প্রতি এই প্রকল্পের অন্যতম আকর্ষণ ‘নুজুমা’-তে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো।

‘দ্য রেড সি’ এখন বিশ্বের বিলাসবহুল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম। এই বিশাল প্রকল্পটি ২৮,০০০ বর্গকিলোমিটারের বিস্তীর্ণ এলাকায় বিস্তৃত এবং সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এখানে তৈরি হচ্ছে ১,০০০টির বেশি লাক্সারি প্রপার্টি ও ৫০টি হোটেল, যার মধ্যে থাকবে ৮,০০০-এর বেশি রুম।

এই স্থানের মধ্যে বিশেষভাবে নজরকাড়া হলো ‘নুজুমা’, যা বিশ্বের নয়টি রিটজ-কার্লটন রিজার্ভ রেসিডেন্সের মধ্যে একটি।রোনালদো ও তার স্ত্রী জর্জিনা রোড্রিগেজ নুজুমার দুটি বিলাসবহুল ভিলার মধ্যে একটি দুই-বেডরুমের, যা অন্তরঙ্গ ছুটি কাটানোর জন্য উপযুক্ত, আরেকটি তিন-বেডরুমের, যেখানে পরিবারসহ সময় কাটানো যায়।

রেড সি গ্লোবালের গ্রুপ সিইও জন পাগানো বলেন, ক্রিশ্চিয়ানো ও জর্জিনাকে দ্য রেড সি রেসিডেন্সেস পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তারা এখানে কেনা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রমাণ করে এই গন্তব্য স্থানটি যারা প্রাইভেসি, প্রকৃতি ও বিলাসিতার সংমিশ্রণ খুঁজছেন তাদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।

রোনালদো নিজেও বলেন, প্রথমবার দ্বীপে ভ্রমণ করার সময় থেকেই আমরা জর্জিনার সঙ্গে দ্বীপটির প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ অনুভব করেছি। এখন আমাদের এখানে নিজস্ব বাড়ি থাকায় আমরা যে কোনো সময় পরিবারসহ শান্তিপূর্ণ ও গোপনীয়তার সঙ্গে সময় কাটাতে পারব।রেড সি প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জুলাই ২০১৭ সালে। প্রকল্পের এলাকা অবস্থিত তাবুক প্রদেশে, উমলুজ ও আল-ওয়াজহ শহরের মধ্যে। এটি ২০০ কিলোমিটার সমুদ্রতীর, মরুভূমি, সৈকত, আগ্নেয়গিরি ও পাহাড়সহ ৯০টির বেশি অপরিচ্ছন্ন দ্বীপকে অন্তর্ভুক্ত করে।

নুজুমা ছাড়াও রেড সি-তে ইতোমধ্যেই খুলেছে বিভিন্ন বিলাসবহুল রিসোর্ট। রেড সি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা, রিয়াদ, দোহা, দুবাই ও মিলানসহ বিভিন্ন শহরের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102