রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত স্কুল শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল-রুমান ফকির (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রমনা এ-ওয়ান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।কামরাঙ্গীরচর থানার এসআই আবু বক্কর সিদ্দিক জানান, গত ১৯ ডিসেম্বর সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের ঘটনায় মো. সাইফুল ইসলাম (১৬) নামের শিক্ষার্থী রুমানকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য রমনা এ-ওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় ঘাতক মো. সাইফুল ইসলাম (সাগর)-কে ২০ ডিসেম্বর গেন্ডারিয়া এলাকা থেকে আটক করা হয়। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামে। বর্তমানে সে কামরাঙ্গীরচর ৭ নং গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। বাবা পেশায় রিকশাচালক। নিহত আব্দুল্লাহ আল-রুমান ফকির কামরাঙ্গীরচর সানলাইট কিন্টার গার্ডেন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।