শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া হবে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ কোনো একক গোষ্ঠীর সম্পত্তি নয়। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া হবে।’

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথচলা শুরু হবে, ইনশাআল্লাহ।’তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা। নির্বাচন বিলম্বিত হওয়ায় উগ্রবাদী গোষ্ঠীর উত্থান ঘটেছে, যারা আমাদের অর্জন বিনষ্ট করার চেষ্টা করছে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথ নবায়নের দিন। দেশের মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি মানবিক, গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। স্বাধীনতা বিরোধী ও উগ্রবাদীদের স্থান বাংলাদেশে হবে না।’উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন: ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102