শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় বিএনপি মনোনীত প্রার্থী ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সোমবার (২২ ডিসেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ডা. আব্দুস সালাম স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বহর নিয়ে উপজেলা পরিষদে গিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

অপরদিকে, গতকাল রোববার একই আসনে সাবেক এমপি জুলফিকার মর্তুজা চৌধুরী তুলার পক্ষে তার বড় ভাই আনোয়ারুল ইসলাম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহর কাছ থেকে তার ভাইয়ের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এ সময় আনোয়ারুল ইসলাম চৌধুরী জানান, ঠাকুরগাঁও-২ আসনে ১৯৯৬ সালে জেড মর্তুজা চৌধুরী তুলা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি নির্বাচিত হন। এবার ডা. আব্দুস সালামকে মনোনয়ন দেওয়া হলেও সেটি পরিবর্তনের সম্ভাবনা ৯০ শতাংশ বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, বিএনপির নেতাকর্মীরা ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছেন। জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা ঢাকা কলেজের সাবেক ভিপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানা গেছে।

অন্যদিকে, ঠাকুরগাঁও-২ আসনে ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম একজন মানবিক চিকিৎসক হিসেবে বেশ পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকার গরিব ও অসহায় মানুষের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন।এবার যেহেতু কোনো জোট নেই, সেহেতু ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মনের খায়েস পূরণ করতে চান দলীয় নেতাকর্মীরা।

এদিকে, ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে এখন পর্যন্ত বিএনপির চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার চাচাতো ভাই নূর এ শাহাদাত স্বজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102