শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন : এ্যানি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘কোনোভাবেই যেন এই নির্বাচনকে কেউ পিছিয়ে না দিতে পারে। এই নির্বাচনের সঙ্গে আপনার-আমার, ব্যবসায়ীদেরসহ সকল মানুষের ভাগ্য জড়িত। বাংলাদেশের ভাগ্য জড়িত।’

তিনি আরও বলেন, এই নির্বাচনকে যারা পিছিয়ে দিতে চায়, যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই এ ধরনের কর্মকাণ্ডের (বিএনপি নেতার বাড়িতে আগুন) সঙ্গে জড়িত হতে পারে। খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বাদ আছর আগুনে পুড়ে নিহত আয়েশা আক্তার বিনতির (৮) আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে এসব কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতির (১৭) সুস্থতায় দোয়া করা হয়।

নেতাকর্মীসহ স্থানীয়দের উদ্দেশে এ্যানি চৌধুরী বলেন, ‘বেলালের পরিবারের পাশে দাঁড়াতে হবে। পরিবারটির খোঁজখবর নিতে হবে। তাদের আত্মীয়স্বজনকে সহানুভূতি দেখিয়ে সাহায্য-সহযোগিতা করতে হবে। বেলালের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকেও লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই যেন এই পরিবার ও বেলাল কোনো হুমকির মুখে না পড়ে। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। এই পরিবারের জন্য যা-কিছু দরকার, আমরা তা করব।’

এ সময় উপস্থিত ছিলেন: জেলা বিএনপি নেতা আবুল হাশেম, সদর (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন ও জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন প্রমুখ।প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার মেয়ে আয়েশা মারা যায়।

এ ছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। ৯০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে স্মৃতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বেলাল দগ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছে।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102