খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মো. মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আলোচিত নারী তন্বীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশ সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর) রাতে তন্বীকে আটক করা হয়। তবে আটক-পরবর্তী আইনগত ব্যবস্থা ও মামলার অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।পুলিশের তথ্য অনুযায়ী, সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন আল আকসা মসজিদ সরণির ১০৯ নম্বর রোডে অবস্থিত মুক্তা হাউজের নিচতলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসার একটি কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে মাদক সেবনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই বিষয়টি নগরজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।