দুর্নীতি ও অর্থ আত্মসাৎ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ প্রদান করেন।
দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তিরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে মামলাটির তদন্ত কাজ চলমান। তদন্ত চলাকালে তারা দেশ ত্যাগ করলে আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এ কারণে তাদের চলাচলে সীমাবদ্ধতা আনা জরুরি হয়ে পড়েছে।
আদালতের এই আদেশের ফলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও তালিকায় থাকা আরও ১৫ জন প্রভাবশালী ব্যক্তি বর্তমানে দেশ ত্যাগ করতে পারবেন না। পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ইতোমধ্যে এই নির্দেশনার কপি পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও রাষ্ট্রীয় কোষাগারের অর্থ লুটপাটের একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুদক।