বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বথুয়াবাড়ি ব্রিজের পূর্ব পাশে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বথুয়াবাড়ি গ্রামের পলানের স্ত্রী রেবেকা খাতুন (২৬) ও তার ছেলে হুজাইফা (০৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ২টার দিকে ধুনট বাজার থেকে রেবেকা খাতুন তার চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে অটোভ্যান যোগে বথুয়াবাড়ি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজের পূর্বপাশে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় রেবেকা খাতুন ও তার কোলে থাকা সন্তান মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার এসআই হারুনার রশিদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।