শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন যারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। ইতোমধ্যে হাদিকে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণও করেছে।

ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, হাসপাতাল থেকে হাদিকে সড়কপথে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে নেওয়া হবে। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হবে। দুপুরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।এর আগে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি টেলিফোন কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছিল। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ও পরিবারের পরামর্শক্রমে এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হয়।ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে প্রেস উইং জানায়। প্রধান উপদেষ্টা চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং দেশের জনগণকে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102