শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

হাদির হত্যাচেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা যদি ভারতে প্রবেশ করে, তবে তাদের দ্রুত গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে প্রণয় ভার্মাকে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় ভারতের হাইকমিশনারকে অবহিত করা হয়, দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছেন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য গভীর উদ্বেগের বিষয়।অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচবার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। গত শুক্রবার ঢাকায় ওসমান হাদিকে গুলি করে আহত করা হয়, বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবর্ষণকারীরা ভারতের ভূখণ্ডে পালিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় হাইকমিশনারকে জানান, হাদির ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা যদি ভারতে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার এবং বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার জন্য ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে।

জুলাই আন্দোলনের পর থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার সমর্থকদের মাধ্যমে বাংলাদেশে নির্বাচনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার অভিযোগে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময় ভারতের হাইকমিশনারকে আহ্বান জানিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করেছে।এতে আরও বলা হয়েছে, পলাতক শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতের আশ্রয় নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে পারেন। বাংলাদেশ সরকার আশা করছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সহযোগিতা করবে।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা রাখে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102