৪০ বছর বয়সেও ফুটবল মাঠে দাপট দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ফুটবলের বাইরে নতুন এক আলোচনায় পর্তুগিজ এই মহাতারকা—হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’–এ তার যুক্ত হওয়ার ইঙ্গিত মিলেছে।
সিনেমাটির প্রধান অভিনেতা ভিন ডিজেল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর সঙ্গে একটি ছবি শেয়ার করে জানান, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে রোনালদোর জন্য একটি বিশেষ চরিত্র লেখা হয়েছে।
ভিন ডিজেল লেখেন, অনেকে জানতে চাচ্ছিল, রোনালদো কি ফাস্ট মেথলজির অংশ হবে? আমি বলতে চাই—এটা বাস্তব। তার জন্য একটি ভূমিকা লেখা হয়েছে।ভিন ডিজেলের পোস্টে উল্লেখ করা হয়, রোনালদোর চরিত্রটি ‘লস ব্যান্ডোলেরোস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য লেখা হয়েছে, যা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজেরই অংশ। যদিও পরে তিনি পোস্ট থেকে ‘লস ব্যান্ডোলেরোস’ কথাটি মুছে ফেলেন।
এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, সিনেমাটিতে কারা অভিনয় করছেন কিংবা রোনালদোর ভূমিকা ঠিক কী ধরনের হবে। তবে ধারণা করা হচ্ছে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির আসন্ন ১১তম সিনেমাটিই হতে যাচ্ছে এই সিরিজের শেষ কিস্তি।
উল্লেখ্য, ভিন ডিজেলের পোস্টের আগেই কয়েক মাস ধরে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্রিস্টিয়ানো রোনালদোর যুক্ত হওয়ার গুঞ্জন চলছিল। এবার সেই আলোচনা আরও জোরালো হলো।