গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সংলগ্ন টুঙ্গিপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসন ও টুঙ্গিপাড়া পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এর আগে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলমের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আলামিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, থানার ওসি আইয়ুব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।