যশোর সদর উপজেলার পাগলাদাহে যুবক শাহিদুর রহমান শহিদকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ বাসার সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত শহিদ পাগলাদাহ গ্রামের বছির উদ্দিনের ছেলে।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে শহিদ নিজের বাড়ির সামনে রহমানের দোকান মোড়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পাগলাদাহ গ্রামের পিয়াস, আলিফ, ইরান ও রিয়াজ হামলা চালিয়ে শহিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, শহিদকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত যশোর কোতোয়ালি মডেল থানার এসআই হামিদুর রহমান জানান, পূর্ব শত্রুতায় কথা কাটাকাটির জের ধরে শহিদকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। খুনিদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।