শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

গোল বিতর্কে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গোল নিয়ে বিরোধের কারণে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় রূপসী স্পোর্টিং ক্লাব ও রূপসী জুনিয়র স্পোর্টিং ক্লাব। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান, তারাব পৌর যুবলীগের আহ্বায়ক আফজাল কবিরসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খেলা চলাকালীন একটি গোলকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দুই দলের সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মনিরসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102