শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় প্রবেশ করার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বিএনপি প্রার্থীকে জরিমানা করেন। জরিমানার অর্থ তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে তার নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। সাতকানিয়ার বটতলী এলাকায় শুনানি শেষে আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।সূত্র আরও জানায়, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী কোনো ধরনের শোভাযাত্রা, বড় গাড়িবহর বা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। এ বিধি অমান্য করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102