শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সড়ক দুর্ঘটনার প্রতিবাদ এবং নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন ও অবরোধ অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী জানান, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে তারা মহাসড়ক প্রায় আধাঘণ্টা বন্ধ রাখে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজটের পরিস্থিতি তৈরি হয়।মানববন্ধনে স্থানীয়রা, স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বডি ফ্যাশন ও আইসিএল কারখানার সিওও সাব্বির আহমেদ বলেন, নাওজোর এলাকায় নিরাপদভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের কোনো ব্যবস্থা নেই। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

অনেক শ্রমিক ও স্থানীয় লোক আহত বা নিহত হচ্ছেন। নাওজোর ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, এলাকাবাসী মানববন্ধন করেছে। প্রায় ১০-১৫ মিনিট মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন হয়েছে। পরে তারা স্বেচ্ছায় মহাসড়ক থেকে সরে যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102