কুষ্টিয়ায় দিনদুপরে বাহারি বেগম (৬৫) নামে এক নারীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আনুমানিক ৩টার সময় কুষ্টিয়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহারি বেগম ওই এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী।
এ তথ্য দৈনিক গনমাধ্যম কে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ।স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের হরিশংকরপুর এলাকার লকাই পড়ামানিক সড়কের একটি বাসা থেকে জবাই করা অবস্থায় বাহারি বেগম নামের এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তার স্বামী মৃত। আর সন্তানরা অন্য স্থানে থাকায় তিনি একাই বাসায় থাকতেন।
মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘এখন ঘটনাস্থলে আছি। জানতে পেরেছি, তিনি বাসায় একাই থাকতেন। স্থানীয়রা দুপুর ২টার দিকেও তাকে দেখেছেন। ধারণা করা হচ্ছে, আনুমানিক ৩টার দিকে ঘটনা ঘটতে পারে।’