সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু : আল-রাজি হাসপাতালকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসার অভিযোগে নবজাতকের মৃত্যুর ঘটনায় উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হাসপাতালের কোনো লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ছিল না। পাশাপাশি হাসপাতালটিতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত কর্মী নেই। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সেবা দিয়ে আসছিল। প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি শর্তসাপেক্ষে দুই মাস পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মনীতি মানতে ব্যর্থ হলে হাসপাতালটি সিলগালা করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, আল-রাজি হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। নবজাতক মৃত্যুর ঘটনার তদন্তে এসে দেখা যায়, এটি সম্পূর্ণ লাইসেন্সবিহীন হাসপাতাল। এখানে ডেলিভারি বা অপারেশন করার কোনো অনুমতি নেই। দায়িত্বপ্রাপ্ত নার্সেরও প্রয়োজনীয় যোগ্যতা নেই। ঘটনার সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না, যা গুরুতর অবহেলা।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে দুই মাসের সময় নিয়েছে। পরবর্তী অভিযানে অনিয়ম ধরা পড়লে সিভিল সার্জনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এর আগে শনিবার রাতে নবজাতকের বাবা নাজমুল ইসলাম শ্রীপুর থানায় দেওয়া অভিযোগে জানান, প্রথম সন্তান হওয়ায় সিজারের মাধ্যমে প্রসব করানোর বিষয়ে হাসপাতালের সঙ্গে আগে থেকেই চুক্তি ছিল। কিন্তু পরিবারের অজান্তেই নার্স ও স্টাফরা নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করেন। সকাল ৮টায় প্রসূতি শারমিনকে ভর্তি করার পর ‘সব স্বাভাবিক’ বলা হয়। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত প্রসূতিকে ডেলিভারি কক্ষের বাইরে অপেক্ষায় রাখা হয়। পরে মৃত সন্তান জন্ম নেয় বলে অভিযোগ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102