শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬ নম্বর কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল নিজের জনপ্রতিনিধির পদ ছাড়লেন। দীর্ঘ ২০ বছরের পুরোনো বিএডিসির সার ডিলারশিপ বাঁচাতে তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগমের বরাবর পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও নিজেই।

কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন—জানতে চাইলে চেয়ারম্যান বকুল জানান, গত ২৫ নভেম্বর সরকারের একটি প্রজ্ঞাপনে বলা হয়, বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। জনপ্রতিনিধি থাকলে ডিলারশিপ বাতিল হয়ে যাবে। এ নিয়ম কার্যকর হবে আগামী ৭ ডিসেম্বর থেকে।

তিনি আরও বলেন, ২০ বছর ধরে যে ব্যবসা করে আসছি, সেটা হারাতে চাইনি। তাই স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মেয়াদ বাকি ছিল মাত্র এক বছর।এ বিষয়ে ইউএনও খাতিজা বেগম বলেন, চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আবেদনটি ডিডিএলজি বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউনিয়নের জনগণ যেন সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্যানেল চেয়ারম্যান এখন দায়িত্ব পালন করবেন।

ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুলের পদত্যাগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ লিখেছেন, সৎ মানুষের চেয়ারম্যান পদে থাকার দিন শেষ তাই পদত্যাগ করে ভালো করেছেন বকুল চেয়ারম্যান।

আবার কেউ লিখেছেন, জনগণ আর জনগণ নেই। আপনারটা খাবে, আপনাকে খোঁচাবে; পারলে কঞ্চি-সহ বাঁশ দিয়ে দেবে। তাই এটি উত্তম সিদ্ধান্ত।

জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশিপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ৯ হাজার ৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আতিকুর রহমান বকুল।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান ৭ হাজার ২০০ ভোট। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102