শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

খালেদা জিয়ার লন্ডন যাত্রা আগামীকাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মেডিকেল বোর্ড নিশ্চিত করলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নেওয়া হতে পারে। হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এর আগে জানানো হয়েছিল শুক্রবার (গতকাল) খালেদা জিয়া লন্ডনে যাবেন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে। কিন্তু বিমানের ‘কারিগরি জটিলতায়’ তা সম্ভব না হওয়ায় জার্মানি থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সরকার। সবকিছু ঠিক থাকলে আজ শনিবার বিকেল ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা।

সাবেক এই প্রধানমন্ত্রীকে নেওয়ার জন্য যুক্তরাজ্য থেকে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং মেডিকেল বোর্ডের দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আড়াই ঘণ্টারও বেশি সময় চিকিৎসার যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহের পর ধানমন্ডিতে তার মায়ের বাসায় যান। রাতে আবার খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীকাল লন্ডনের উদ্দেশে খালেদা জিয়াকে নিয়ে যাত্রা করা সম্ভব হবে বলে আশা করছি। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না অথবা ফ্লাই করার মতো শারীরিক অবস্থা তার আছে কি না- সে ব্যাপারে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা নিশ্চিত করলেই কেবল এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন বেগম খালেদা জিয়া।গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চিকিৎসা চলছে।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102