যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি জি-টু-জি চুক্তির আওতায় আমদানিকৃত চতুর্থ চালান।
বাংলাদেশ ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। চুক্তি অনুযায়ী, মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালানে ৫৬,৯৫৯ টন গম ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০,৮০২ টন ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০,৮৭৫ টন ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে।এই চালানটি চুক্তির আওতায় আমদানিকৃত গমের চতুর্থ চালান। চুক্তি অনুযায়ী, চারটি চালানে মোট ২ লাখ ৩৯,৫৮৬ টন গম ইতোমধ্যেই দেশে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষার ফলের ভিত্তিতে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।