শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের বৈধতা লিভ টু আপিলের আদেশ আগামীকাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি আজ বুধবার (০৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগের বিচারকরা।

শুনানি পরিচালনা করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। আবেদনপক্ষের পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। এ মামলায় ইন্টারভেনর হিসেবে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মো. শিশির মনির।

শুনানিতে আইনজীবীরা বলেন, ‘জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা’ এবং ‘বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস।’

এর আগে, গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানি চলাকালে আদালতের বিরুদ্ধে মন্তব্যের কারণে আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। পরে আপিল বিভাগ থেকে তিনি এ মন্তব্যের ব্যাখ্যা দিতে বলেন।

গত বছরের ডিসেম্বর মাসে মহসিন রশিদ হাইকোর্টে রিট করেন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে। হাইকোর্ট পরে রিট খারিজ করে, বলেছেন, ‘দেশের জনগণ বৈধতা দেয়ার কারণে অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করা যাবে না।’ এর বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আপিল করেন।

মহসিন রশিদের যুক্তি, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয় সংবিধানে নেই। সংবিধানের ধারা ১০৬ অনুযায়ী, রাষ্ট্রপতির রেফারেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করতে হয়, যা পূর্ণরূপে করা হয়নি।

হাইকোর্ট ১৩ জানুয়ারি সরাসরি আবেদনটি খারিজ করে এবং ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। রায়ে বলা হয়, অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় সমর্থিত। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে পরবর্তীতে আপিল করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102