শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

রাজধানী ঢাকা আজ রোববার (৩০ নভেম্বর) নানা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে মুখর থাকবে। দিনের শুরু থেকেই বিভিন্ন দল, সংস্থা ও সংগঠন তাদের নিজ নিজ আয়োজন পরিচালনা করবে।

বিএনপির কর্মসূচি

দুপুর আড়াইটায় হোটেল ওয়েস্টিনের বলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বেলা ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইসলামিয়া তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ময়দানে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ছাত্রদলের আয়োজনে দোয়া ও মোনাজাত।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি

বিকেল সাড়ে ৫টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার কর্মসূচি

বেলা ১১টায় বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সেমিনার হল রুমে ‘The Chittagong Hill Tracts Accord: Transforming harmony into prosperity’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এলজিইডি উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় কক্সবাজার হিল টপ সার্কিট হাউজে এলজিইডির ১৩টি ও ডিপিএইচইর ২টি স্কিমের উদ্বোধন করবেন এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ছাড়া বেলা ১১টায় পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করবেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102