বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় বাগেরহাট-২ আসনের এক নির্বাচনী জনসভায় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে তিনি সকলের নিকট এই দোয়া প্রার্থনা করেন।
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সারাফত হোসেন এর সভাপতিত্বে বাগেরহাট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার, গৌরম্ভা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান, গৌরম্ভা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফিরোজা আকুঞ্জি, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম কুটি, রামপাল উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর হোসেন, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতি এলাহী’সহ রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, এই অবস্থায় আমরা চরম সংকটপূর্ণ অবস্থার ভেতর থেকে দিনজাপন করছি। তাই দেশের সকলের কাছে তার সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও তিনি গত ১৭ বছরে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে যে জুলুম ও অত্যাচার করা হয়েছিল তা স্মরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে ধানের শীষ প্রতীক’কে বিজয় করার জন্য সকল এলাকায় এলাকায় কাজ করার নির্দেশ দেন।