শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

‘সার্বভৌমত্বকে যারা নস্যাৎ করতে চায় তারা দেশের শত্রু’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েক বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যারা নস্যাৎ করতে চায়, তারা জাতির ও দেশের শত্রু।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নবনির্বাচিত ডাকসু ভিপি খাগড়াছড়িতে শুভাগমন উপলক্ষে খাগড়াছড়ি উন্নয়ন ফোরাম আয়োজন করে জেলা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে মুক্তমঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকারীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যেই হোক, তাকে প্রতিহত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের মতো যারা আচরণ করবে, ফ্যাসিস্ট সরকারকে যেভাবে তাড়িয়ে দিয়েছি, তাদেরকেও বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। একসময় খুনি হাসিনা ছাত্র শিবিরকে হুমকি দিয়েছিল, একপর্যায়ে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশ ছেড়ে পলাতক হতে হলো হাসিনাকে। এখন এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ছাত্র শিবিরকে বাতিঘর হিসেবে পরিণত করেছে।’

ভিপি আবু সাদিক কায়েক বলেন, ‘বর্তমানে রাজনৈতিক দলের লোকেরা নাগরিকদের হুমকি দেয়—যেমন, অমুক দলের মাঝে ভোট না দিলে বাংলাদেশের থাকতে দিবো না, খাগড়াছড়িতে থাকতে দিবো না। তাদেরকে সাবধান করে দিচ্ছি, এ ধরনের হুমকি নতুন বাংলাদেশের চলবে না। ডাকসু, চাকসু, রাকসুসসহ ছাত্র সমাজ জেগে উঠেছে, তাই সাবধান।’তিনি আরও বলেন, ‘পাহাড়ে যারা চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি জাতিসহ সম্প্রীতি নিয়ে কাজ করবে, আমরা তাদের পাশে থাকব।’

এ সময় জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি-২৮৯ নং আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্নাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102