শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

র‍্যাবের হাতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ৬ মাদক কারবারি আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ২৫ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

রোববার (২৩ নভেম্বর) রাতে জেলার সিদ্ধিরগঞ্জের মাক্কিনগর, বন্দরের মদনপুর ও ফতুল্লার ইসদাইর এলাকায় মাদকবিরোধী এসব অভিযান চালিয়ে মাদককারবারিদের গ্রেপ্তার করা হয়।অভিযানে ফতুল্লার ইসদাইর (৪ তলা) এলাকার হায়দার আলীর ছেলে মো. রাকিব (৩৮), বদির উদ্দিনের ছেলে মো. মতিন (২৪), ঈসমাইলের ছেলে মো. নাসির (২৪) ও মো. শান্তর (২৩) কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা, ২০ পিচ ইয়াবা, ১টি সুইচ গিয়ার এবং ৪টি ছুরিসহ আটক করা হয়।অপর দিকে, বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ভোলার তজুমুদ্দিনের উত্তর চাছাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে শফিক (৪৪) আটক করা হয়। এ ছাড়াও সিদ্ধিরগঞ্জের মাক্কিনগর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত আনসার আলীর ছেলে কনু মিয়া (৬৫) আটক হন।আজ সোমবার দুপুরে র‍্যাব-১১, সিপিএসসি-আদমজীনগরের কোম্পানি কমান্ডার লে. মো. নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। পরে মাদককারবারিদের থানায় হস্তান্তর করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তারা সকলেই পেশাদার মাদক কারবারি। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102