শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা দায়ের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জে বাউল শিল্পী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় আহত শিল্পী আব্দুল আলীম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা তৌহিদী জনতাকে।

এজাহার দাখিলের পর সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তাৎক্ষণিকভাবে সেটি এফআইআরভুক্ত করা হয়। রাত ১০টায় মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বাউল শিল্পী আব্দুল আলীম হামলার ঘটনায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা তৌহিদী জনতাকে আসামি করা হয়েছে।

আমরা বিভিন্ন গণমাধ্যমের সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি বলে জানান তিনি।পুলিশ ও স্থানীয় সূত্রমতে জানা যায়, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে আবুল সরকারের বিচার দাবিতে গতকাল সকাল ৯টার দিকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।একই দিন বেলা ১১টার দিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা। পরে বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর তৌহিদী জনতার একটি অংশ হামলা চালায়।এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাউল সমর্থক শিল্পী আলীম, আরিফুল ও জহিরুলসহ চারজন আহত হন।

পরবর্তীতে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে তৌহিদী জনতার পক্ষেও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102