শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য, পদোন্নতি নিয়ে যা বললেন উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

রোববার (২৩ নভেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, মামলার জটিলতার কারণে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদোন্নতি আটকে আছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

তিনি আরও জানান, ‘মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যেসব পদ শূন্য থাকবে, সেগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।’শিক্ষক সংকট মোকাবিলায় এরই মধ্যে বড় আকারে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ পদক্ষেপ দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করবে।

একই সঙ্গে, ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভূমিকম্প যেকোনো সময় ঘটতে পারে। তাই আতঙ্ক নয়, বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102