শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

জুলাই বিপ্লব সংবিধান বাতিলের কথা বলেনি : প্রধান বিচারপতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

জুলাই বিপ্লব সংবিধান বাতিলের কথা বলে নি বরং এটি সংবিধানের প্রতি আমাদের আনুগত্য ও দায়িত্ববোধকে শুদ্ধ করার আহ্বান জানিয়েছিল। ত্রুটি-বিচ্যুতি এবং অতীতের কাটাছেড়ার পরও বর্তমান সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর গভর্নন্সে স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, সেপ্টেম্বর ২০২৪ সালের সংস্কার রোডম্যাপটি আবির্ভূত হয়েছিল, সাংবিধানিক স্বাভাবিকতার জন্য জাতীয় আকাঙ্ক্ষাকে কাঠামো দেওয়ার একটি প্রচেষ্টা। গত কয়েক মাস ধরে, যখন আমরা অভূতপূর্ব বিচারিক রোডশোর একটি ধারাবাহিকতায় সারা দেশে এই রোডম্যাপটি বহন করছি, তখন আমরা গভীরভাবে হৃদয়স্পর্শী কিছু প্রত্যক্ষ করেছি। একটি বিচার বিভাগ তার প্রাতিষ্ঠানিক ভাগ্যের ওপর অভিভাবকত্ব পুনরুদ্ধার করতে আগ্রহী এবং একটি আইনি সম্প্রদায় তার নাগরিক পেশা পুনরায় আবিষ্কার করছে। এই চেতনাই আমাদের আদালত সাংবিধানিক ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করেছে। আমাদের প্রাতিষ্ঠানিক ইতিহাসে প্রথমবারের মতো, আমরা একটি বিচারিক নিয়োগ কলেজিয়াম চালু করেছি, যার ফলে স্বচ্ছ, যুক্তিসঙ্গত এবং পরামর্শমূলক বিচারিক নিয়োগের যাত্রা শুরু হয়েছে।তিনি বলেন, মাসদার হোসেন মামলার উল্লেখ ছাড়া বিচার বিভাগের কোনো আধুনিক সংস্কার সুসংগততা দাবি করতে পারে না। সেই রায় বিচার বিভাগের সাংবিধানিক স্বায়ত্তশাসনকে খোদাই করেছে এবং রাষ্ট্রের তিনটি স্তম্ভের একটি হিসেবে কাজ করার জন্য সক্ষম একজন পেশাদার লিভিয়াথানের ভিত্তি স্থাপন করেছে।

ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, গত এক বছর ধরে, আমরা এই আইনশাস্ত্রকে সক্রিয় করার চেষ্টা করেছি, পরিষেবাতে কাঠামোগত সংস্কার প্রবর্তন, কর্মজীবনের পথগুলোকে নিয়মিতকরণ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের ভিত্তি স্থাপন করেছি। এই পদক্ষেপগুলো কেবল আমলাতান্ত্রিক পুনর্গঠন নয়, এগুলো ভারসাম্য, স্বাধীনতা এবং প্রশাসনিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য তৈরি সাংবিধানিক সংশোধন। কিন্তু সংস্কার, যতই মহৎ হোক না কেন, কেবল স্থাপত্যের ওপর টিকে থাকতে পারে না। এটিমালিকানার ওপর টিকে থাকে, যারা এর ছাউনির নীচে বাস করে এবং এর করিডোরের মধ্যে শ্বাস নেয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102