শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য এখনো স্বপ্নের মতো। এশিয়ান কাপেও দীর্ঘদিন ধরে জায়গা করে নিতে না পারলেও সম্প্রতি ভারতকে এশিয়ান কাপ বাছাইয়ে ১–০ গোলে হারিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আনন্দের সঞ্চার হয়েছে। এমন সময়েই জানা গেল, আগামী বছর বিশ্বকাপের বছর শুরুর দিকেই ঢাকায় আসছে ফুটবলের সর্বোচ্চ আসরের প্রতীক—বিশ্বকাপ ট্রফি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।

ফিফা ও তাদের পৃষ্ঠপোষক কোকাকোলা প্রতি আসরেই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় এসে ফুটবলপ্রেমীদের সামনে উন্মুক্ত করা হবে বিশ্বকাপ ট্রফি। তবে রাজধানীর কোন স্থানে ট্রফি প্রদর্শন করা হবে—তা এখনো সিদ্ধান্ত হয়নি।ফাহাদ করিম বলেন, ‘ইনশা আল্লাহ জানুয়ারিতে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি।’

 

ঢাকার আগে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে। এর আগেও, ২০২২ সালের বিশ্বকাপের আগে জুনে ঢাকায় আনা হয়েছিল ট্রফি। তখন সঙ্গে ছিলেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি। ৩৬ ঘণ্টার সেই সফরে ট্রফি প্রদর্শনের সঙ্গে বিভিন্ন আয়োজনও করা হয়েছিল, যার মধ্যে কনসার্টও ছিল। এছাড়া ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় প্রদর্শন করা হয়েছিল বিশ্বকাপ ট্রফি।বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া ট্রফি স্পর্শ করার অধিকার নেই কারও।আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। এবার তিন ভেন্যু— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে খেলা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102