শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

‘রোজার আগেই নির্বাচন’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি আজ থেকে কার্যত সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে দেয়া হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য।তিনি বলেন, পটুয়াখালী–কুয়াকাটা অঞ্চল দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য। ফলে নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, নৌ-অপারেশন, সিসিটিভি নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পদক্ষেপ নেয়া হয়েছে।পটুয়াখালী-কুয়াকাটা ও উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলার সামগ্রিক অগ্রগতি যাচাই এবং নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করাই তার এ সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।এ সময় একান্ত সচিব, উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক), সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ‍ছিলেন।

 

বিকেল ৪টায় স্বরাষ্ট্র উপদেষ্টা কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। কুয়াকাটার পর্যটন নিরাপত্তা বাড়াতে শীত মৌসুমের ভিড়, পর্যটকদের নিরাপদ চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা ও সমুদ্রের ঝুঁকি মোকাবিলা নিয়ে তিনি সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশনা দেবেন। সফর শেষে তিনি কুয়াকাটাস্থ আনসার ও ভিডিপি রেস্ট হাউজে রাত্রিযাপন করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102