রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা শঙ্কার কারণে বাতিল করা হয়েছে ‘নবান্ন উৎসব’। রোববার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনে এ আয়োজনের ঘোষণা দিয়েছিল ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’। তবে এরপরই জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় অনুষ্ঠানটি আর অনুষ্ঠিত হচ্ছে না।
পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির দিন সড়কের পরিস্থিতি ছিল থমথমে। বিভিন্ন মাধ্যমে আবার রোববার ‘শাটডাউন’ কর্মসূচির খবর পাওয়া যাচ্ছে। এসব কারণে শিল্পীরা শঙ্কায় আছেন। তিনি বলেন, ‘শিশু-অভিভাবকদের নিরাপত্তা বিবেচনা করেই আমরা নবান্ন উৎসব বাতিল করেছি।’এ ছাড়াও আয়োজনের জন্য কোনো ভেন্যু না পাওয়াও একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুলতলায় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, এমনকি কলাবাগান মাঠ—কোথাও অনুমতি পাওয়া যায়নি। পর্ষদ শেষ পর্যন্ত ছায়ানটে আয়োজনের প্রস্তুতি নিলেও সার্বিক পরিস্থিতির কারণে তাও বাতিল করতে হয়েছে বলে জানান সুজা।