আগের দিন বিশ্বকাপ জয়ের লক্ষ্যের কথা বলেছিলেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। পরদিন তার দল মুখ থুবড়ে পড়ল বাছাইপর্বের শুরুতেই। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্তব্ধ করে স্মরণীয় জয় তুলে নিল স্লোভাকিয়া।
ঘরের মাঠে বৃহস্পতিবার রাতের ম্যাচটি স্লোভাকিয়া জিতেছে ২-০ গোলে। দুই অর্ধে একটি করে গোল করেছে স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে দাভিদ হান্সকো এগিয়ে নেন দলকে। ওই গোলে অবদান রাখা দাভিদ স্ত্রেলেচ দ্বিতীয়ার্ধের শুরুতে করেন দুর্দান্ত একটি গোল।
৯ বছরের বেশি সময় পর মুখোমুখি হলো এই দুই দল। উপলক্ষটা স্লোভাকিয়া রাঙাল চমক জাগানিয়া জয়ে। সব মিলিয়ে জার্মানদের বিপক্ষে তাদের চতুর্থ জয় এটি, ২০১৬ সালের মে মাসের পর প্রথম।
জার্মানি জয়হীন রইল টানা চার ম্যাচে, হারল সবশেষ তিনটিতেই। গত জুনে নেশন্স লিগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হেরেছিল নাগেলসমানের দল।
ম্যাচে বল দখল ও গোলে শট নেওয়ায় এগিয়ে ছিল জার্মানিই। কিন্তু আসল যে কাজ, সেই গোলই আদায় করে নিতে পারেনি তারা।
প্রায় ৭০ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে জার্মানি। স্লোভাকিয়ার ৮টি শটের ৫টি লক্ষ্যে ছিল, যার দুটি সফল।
ম্যাচের প্রথম বড় সুযোগ স্লোভাকিয়া পায় ২০তম মিনিটে। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাছ থেকে সাওয়েরের নেওয়া শট ঠেকিয়ে দেন জার্মানি গোলরক্ষক অলিভার বাউমান।
পরের ১২ মিনিটে তিনটি শট লক্ষ্যে রাখতে পারে জার্মানি। তবে মাক্সিমিলিয়ান, জসুয়া কিমিখ ও ফ্লোহিয়ান ভিয়েৎসের শট ঠেকিয়ে দেন স্লোভাকিয়ার গোলরক্ষক।
৪২তম মিনিটে এগিয়ে যায় স্লোভাকিয়া। নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে যান দাভিদ হান্সকো। দাভিদ স্ত্রেলেচকে বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। সতীর্থের ফিরতি পাস পেয়ে প্রথম স্পর্শে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২৭ বছর বয়সী ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরেকটি চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এই গোলে অবদান ছিল গোলরক্ষকেরও। তার উঁচু করে নেওয়া শট মাঝমাঠে হেড পাস করেন মিডফিল্ডার ইওম্বার। বল ধরে বক্সে ঢুকে আন্টোনিও রুডিগারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন স্ত্রেলেচ।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি জার্মানি। নির্ধারিত সময়ের শেষ ৪২ ও ৫ মিনিট যোগ করা সময়ে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি তারা।
২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে বৃহস্পতিবার একই সময়ে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ড।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার ঘরের মাঠে নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। একই দিন লুক্সেমবার্গের মাঠে খেলবে স্লোভাকিয়া।