এই দিনে উপবাস,ভজন কীর্তন,গীতা পাঠ ও রাত্রি আহরণ করেন হিন্দুরা।
এর ধারাবাহিকতায় কালীগঞ্জ উপজেলা বিভিন্ন মঠ- মন্দির সহ বিভিন্ন পাড়ায় পাড়ায় আয়োজন করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান। সকালে নলতা, বিষ্ণুপুর এবং কালীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভা যাত্রার সময় ভক্তরা শ্রীকৃষ্ণের কীর্তন করেন। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মঠ মন্দির গুলোতে শ্রীকৃষ্ণের জীবনের উপর আলোচনা, গীতা পাঠ এবং কীর্তনের আয়োজন করা হয়।
উপজেলার সবচেয়ে বড় আলোচনা সভাটি হয় কালিগঞ্জ ফুলতলা মোড় এলাকায়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ দেবহাটা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশিত গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, দেশ বরেন্য ডাক্তার আলহাজ্ব মো: শহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম,বাবু ভাই প্রমুখ ব্যক্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে শহীদুল আলম বলেন,বাংলাদেশ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এক দেশ। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে বসবাস করে একে অপরের পরিপূরক হিসাবে। হিন্দুরা এদেশের অবিচ্ছেদ্য অঙ্গ। রাষ্ট্রীয়ভাবে ধর্ম পালন করার অধিকার আছে সবার। হিন্দুদের সুরক্ষায় সব সময় পাশে থাকবে বিএনপি পরিবার।
জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি পূর্বে হিন্দুদের পাশে ছিল,বর্তমানে আছে,পরেও থাকবে। আরো বলেন কোন ধর্মই ছোট নয় প্রত্যেক ধর্মের মানুষের উচিত সৃষ্টিকর্তার এবাদত করা। এদেশে হিন্দুদের ধর্ম পালনের কোন বাধা নেই।
মঠ -মন্দিরগুলোতে সারা রাত ভজন কীর্তন, গীতা পাঠ, এবং প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।