শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন

বাগেরহাটে বরাদ্দ পেয়ে রাস্তার কাজ বন্ধে চরম ভোগান্তি, তিন মাসের শিশুকে কোলে নিয়েই মানববন্ধনে মা

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বাগেরহাটের সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ছোট বিষ্ণুপুর গ্রামে মাত্র ৪০০ ফুট রাস্তার কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শতাধিক গ্রামবাসী।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে তিন মাসের শিশুকে কোলে নিয়ে মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিথী বেগম’সহ ভুক্তভোগীরা।

মানববন্ধনে সাথী বেগম, রেজাউল খাঁ মিনটু খাঁ, কবির বালি, রনি খাঁ, কামরুল খা, মনি খাঁ, শহিদুল খাঁ, মুজিবুর খাঁ, মোস্তফা খাঁ, বাবুল খাঁগ সহ শতাধিক মানুষ অংশ নেন।

গ্রামবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদের বাজেটভুক্ত ওই রাস্তার কাজ স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম মিঠুর প্রভাবে বন্ধ হয়ে আছে। দেড় মাস আগে রাস্তার জন্য ইট এনে রাখা হলেও এখনো কাজ শুরু হয়নি। এর ফলে ৩০টি পরিবারের শতাধিক মানুষ প্রতিদিন কাদা পানি ভরা রাস্তা দিয়ে চলাচল করছেন, যা জীবন মরণের ঝুঁকি তৈরি করেছে।

বিথী বেগম বলেন, রাস্তা যেন এখন মৃত্যু ফাঁদ। বাচ্চা অসুস্থ হলে এই কাদা–পানি ডিঙিয়ে হাসপাতালে নিতে হয়, যা এক প্রকার মৃত্যুর সমান কষ্ট। প্রভাবশালীদের বাধার কারণে কাজ শুরু হয়নি, আমাদের যেন কষ্টে ফেলে রাখা হয়েছে।

রেজাউল খাঁ বলেন, রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়ে গেছে, ইট এসে গেছে, কিন্তু একজন প্রভাবশালীর হুকুমে কাজ বন্ধ। এটা গণতন্ত্র না, এটা গায়ের জোরের রাজনীতি।

মিনটু খাঁ বলেন, আমাদের ছেলে–মেয়েরা স্কুলে যেতে গিয়ে কাদা পানিতে পড়ে যায়, অসুস্থ হলে হাসপাতালে নেওয়াও কষ্টকর। আমরা চাই এই রাস্তাটা আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হোক, নইলে আরও বড় আন্দোলনে যাব।

স্থানীয় যুবক রনি খাঁ বলেন, এটা উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র। রাস্তা রুখে দিয়ে তারা আমাদের ভবিষ্যত আটকে দিচ্ছে। যারা এটা করছে তারা মানুষের শত্রু।

স্থানীয় বাসিন্দা মিজান শেখ বলেন, ওই জায়গার অংশীদার আমি নিজেই। আমি জায়গা দিয়েছি, কাজ করার কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু ক্ষমতার প্রভাবে সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম মিঠু এলাকায় না থেকেও কাজ আটকে দিচ্ছেন। আমরা চাই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন হোক।

অভিযোগের বিষয়ে বেমরতা ইউনিয়নের প্রশাসক তন্ময় দত্ত বলেন, স্থানীয় কিছু মানুষের অভিযোগের প্রেক্ষিতে আপাতত কাজ বন্ধ রয়েছে। আগামী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামবাসীরা দাবি করছেন, দ্রুত রাস্তার কাজ সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং এলাকার শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের চলাচল সহজ হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102