সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল ও কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক নোমানুল ইসলাম নয়ন। জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ ইউনুস আলী, বাগেরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল ইসলাম রাহাদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকর পরিষদের সদস্য রিয়াজুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্র সংগঠনের পক্ষ থেকে এমন সংবর্ধনা পেয়ে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবক।