ময়মনসিংহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা বাতিল করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। রোববার (২৬ জুলাই) আপিল বিভাগ মামলাটি বাতিলের আদেশ দেন।
আদালতের এই রায়ে ড. ইউনূসকে আর এ মামলায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে না। মানহানির অভিযোগে ময়মনসিংহে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল কয়েক মাস আগে।
ড. ইউনূসের আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরে বলেন, মামলাটির ভিত্তি ছিল দুর্বল ও উদ্দেশ্যপ্রণোদিত। শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে দেন।
এ রায়ের মাধ্যমে ড. ইউনূস সাময়িক স্বস্তি পেলেও, তার বিরুদ্ধে অন্যান্য আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক চাপের বিষয়ে এখনো আলোচনা চলছে।
এই রায়ের বিস্তারিত রিভিউ ও প্রতিক্রিয়া আসার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক ও আইন মহল।