বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন। সংগঠনের অন্যতম কাজ হচ্ছে সর্বস্তরের মানুষের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছানো।
দাওয়াতপ্রাপ্ত লোকদেরকে সংগঠিত করে ইসলামের আলোকে নিজেকে গড়ে তোলা, নিজের পরিবার পরিজন ও সমাজ এবং রাষ্ট্রকে গড়ে তোলা। এই ব্যাপক কর্মকাণ্ড পরিচালনার জন্য সংগঠনকে মজবুত ও তৃণমূল পর্যায়ে ব্যাপক সম্প্রসারণ করতে হবে। সমাজের অসহায় দুঃস্থ মানুষদেরকে সহযোগিতার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। সমাজে কুরআনের চর্চা বাড়ানোর জন্য গণমানুষকে দাওয়াত দিয়ে সম্পৃক্ত করতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই)বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় থানা দায়িত্বশীল বৈঠকে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, মহানগরীর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম প্রমুখ।