বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত রাজধানীর মুগদা থানায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন)কে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। সুমনের আইনজীবী লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে হাজিরের সময় সুমন বলেন, “দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম মুগদা থানার বাবু ডাক্তারের গলিতে যাবার পথে আসামিদের ছোড়া রাবার বুলেটে আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ২০ আগস্ট মুগদা মেডিকেলে পুনরায় চিকিৎসা নেন। ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৫১ জনকে এজাহারনামীয় আসামি করে মুগদা থানায় মামলা দায়ের করা হয়। সায়েদুল হক সুমন ২৫ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে রয়েছেন।