রাজনৈতিক দলগুলোর মধ্যে অমীমাংসিত সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণশুনানি আয়োজনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। বৃহস্পতিবার (১০ জুলাই) এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে প্রধান উপদেষ্টা ছাড়াও বিবাদী করা হয়েছে সংবিধান, জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানদের।
অ্যাডভোকেট রিগ্যান জানিয়েছেন, সংসদীয় ব্যবস্থার ভারসাম্য, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা, নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ, সংসদের জবাবদিহি—এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য নেই। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ অচলাবস্থা সুশাসন ও গণতন্ত্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে।
নোটিশে বলা হয়, এসব বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার সর্বোত্তম উপায় হলো গণশুনানি আয়োজন করা। এতে নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে। গণশুনানি প্রক্রিয়া সংস্কারের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে রাজনৈতিক দলগুলোকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল করবে।
রিগ্যান হুঁশিয়ারি দিয়েছেন, সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না নিলে তিনি হাইকোর্টে রিট আবেদন করবেন। জনগণের মতামত ছাড়া কোনো সংস্কার দীর্ঘমেয়াদি হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।