জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠন শুনানি হয়। প্রসিকিউটর জানান, শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট।
তাজুল ইসলাম দাবি করেন, এই হত্যাযজ্ঞ তিনজনের নির্দেশেই চালানো হয়। পলাতক শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন বলেন, তারা নির্দোষ প্রমাণ করে নজির গড়তে চান। মামুন এদিন কাঠগড়ায় ছিলেন নিশ্চুপ। আগামী ৭ জুলাই আবারও শুনানি হবে।