শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যেভাবে তছনছ করল ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সফলতার পর প্রশ্নের মুখে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইসরায়েলের বহু স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এত সহজে ইরান ভেদ করতে পারবে তা কল্পনাও করতে পারেনি অনেক সামরিক বিশ্লেষকরা।

ইসরায়েল প্রতিরক্ষাব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিরক্ষা প্রযুক্তি হলো আয়রন ডোম, ডেভিডস স্লিং, অ্যারো-২ ও ৩, এবং বারাক-৮। এর মধ্যে আয়রন ডোম স্বল্পপাল্লার রকেট ও মর্টার ঠেকাতে দক্ষ, ডেভিডস স্লিং ও অ্যারো সিরিজ ব্যালিস্টিক ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, আর বারাক-৮ ব্যবহার হয় আকাশপথে আসা হুমকি মোকাবিলায়। বহু স্তরবিশিষ্ট এসব সিস্টেম একসঙ্গে কাজ করে আকাশপথে একটি দুর্ভেদ্য দেয়াল তৈরির লক্ষ্যেই।

তবে এত সহজে ইরান এসব প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে প্রযুক্তি ও কৌশলের এক অসাধারণ মিশ্রণের মাধ্যমে। কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন একত্রে নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থাকে সংখ্যাগতভাবে চাপে ফেলে দেয় ইরান। প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে যে পরিমাণ ইন্টারসেপ্টর প্রয়োজন, সেই মজুত দ্রুত ফুরিয়ে যেতে থাকে ইসরায়েলের।

এর পাশাপাশি ইরান ব্যবহার করে ফাত্তাহ-২ নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত। এই ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তিকে বিভ্রান্ত করতে সক্ষম। পাশাপাশি ছোড়া হয় ক্রুজ ক্ষেপণাস্ত্র যা নিচু দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ভুল লক্ষবস্তুতে হামলাও ইরানের একটি কৌশল যার মাধ্যমে ইসরায়েলের রাডার ও প্রতিরক্ষা নেটওয়ার্ককে বিভ্রান্ত করেছে ইরান। এর মাধ্যমে আসল লক্ষবস্তুতে সহজে আঘাত হানতে সক্ষম হয় ইরান। স্টেলথ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যা রাডার বা প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যেতে পারে তার ব্যবহারের মাধ্যমেও ইরান হামলায় এত সফল হয়েছে।

অপরদিকে, ইসরায়েলের দাবি, তারা আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে ও অধিকাংশ হামলা প্রতিহত করতে পেরেছে। পাশাপাশি তারা এটাও স্বীকার করেছে যে, সব প্রতিরক্ষাব্যবস্থা শতভাগ কার্যকর নয়।

বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তাহলে দুপক্ষই অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতিতে পড়বে। বিশেষ করে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া যুদ্ধের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে উঠতে পারে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এই হামলার মাধ্যমে শুধু ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা তুলে ধরেনি, বরং গোটা বিশ্বের জন্য এক বার্তাও দিয়েছে—প্রযুক্তির দেয়াল যতই শক্ত হোক, কৌশলের ধারালো চাবি থাকলে তার তালাও খুলে ফেলা যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102