গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় বুধবার (১৯ জুন) একদিনেই ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২৯ জন প্রাণ হারান ত্রাণ সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকার সময়। মধ্য গাজার সালাহ আল-দিন সড়কে ভোরে চালানো হামলায় আহত হন আরও ১০০ জনের বেশি।
একই দিনে গাজার জেইতুন এলাকায় একটি বাড়িতে ও আল-মাওয়াসি শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুতে চালানো হামলায় আরও ১৬ জন নিহত হন। মাগাজি শিবিরে একটি পরিবার—স্বামী, স্ত্রী ও শিশুসহ ১০ জন প্রাণ হারান।
হামাস জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রেও হামলা চালানো হচ্ছে। তাদের অভিযোগ, ইসরায়েল বেসামরিকদের ক্ষুধার সুযোগ নিয়ে গণহত্যা চালাচ্ছে এবং কথিত ‘নিরাপদ’ এলাকাগুলোতেও হামলা চালিয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলের এই যুদ্ধাপরাধে মদদ দিচ্ছে বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটি।