ইসরায়েল-ইরানের মধ্যকার যুদ্ধ টানা ছয় দিন ধরে চলছে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন, আজ বুধবার থেকে প্রকৃত অর্থে যুদ্ধ শুরু করেছে ইরান। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় খামেনি বলেন, “আমাদের অবশ্যই ইসরায়েলের সন্ত্রাসী ও জায়নবাদি শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা কোনো ছাড় দেব না।”
গত সপ্তাহের শুক্রবার থেকে ইসরায়েল নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইরানের বিভিন্ন স্থানে। হামলার মূল লক্ষ্য ছিল দেশটির পরমাণু ও সামরিক স্থাপনা। তবে রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও হামলার শিকার হয়, যার ফলে বেসামরিক প্রাণহানি ঘটে।
জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায়। আজ বুধবার তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।
উল্লেখ্য, ইসরায়েল এখন পর্যন্ত আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা না করলেও প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে