মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (বুধবার) হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন। ওয়াশিংটন সময় দুপুরে নির্ধারিত এই বৈঠক গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকছে না।
জেনারেল মুনির বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তার এই সফর ১৪ জুন থেকে শুরু হয় এবং ট্রাম্পের সঙ্গে এ বৈঠক পূর্ব নির্ধারিত ছিল। তবে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এ বৈঠক নতুন তাৎপর্য পেয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং মে মাসের শেষ দিকে জেনারেল মুনির ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে চলমান সংঘাতের প্রথম দিনেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।
বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের মাধ্যমে ট্রাম্প মধ্যপ্রাচ্যে মিত্র ও সম্ভাব্য নিরপেক্ষ শক্তিগুলোর অবস্থান বুঝতে চাইছেন। জেনারেল মুনির, যাকে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়, তার সঙ্গে এই আলোচনা তাই কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।