শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করবেন যেভাবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা হামলা-পাল্টা হামলার ফলে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিভিন্ন শহরে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত শতাধিক মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এই পরিস্থিতিতে ইরানে বসবাসরত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তার উদ্দেশ্যে যোগাযোগের আহ্বান জানিয়েছে তেহরানে বাংলাদেশ দূতাবাস।

রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় বিকেলে ফেসবুকে এক ফেসবুক পোস্টে এ বিষয়ে তথ্য দিয়েছেন দূতাবাসের কনস্যুলার অফিসার ওয়ালিদ ইসলাম।

পোস্টে তিনি বলেন, ‘ইরানে অবস্থানরত অধিকাংশ বাংলাদেশির তথ্য এরই মধ্যে দূতাবাসের কাছে রয়েছে। তবে কারো আত্মীয়স্বজন বা পরিচিত কেউ ইরানে অবস্থান করছেন এবং এখনো দূতাবাসের কাছে তথ্য দেওয়া হয়নি, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।’

যোগাযোগের জন্য দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে- ওয়ালিদ ইসলাম: +8801610606082, ফারুক হোসাইন: +98 990 857 7368

তিনি আরও বলেন, ‘দূতাবাসের আশেপাশে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থাকায়, দূতাবাসের দিকে কাউকে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কোথা থেকে আমরা কার্যক্রম পরিচালনা করব, তা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’

পোস্টেরর শেষে তিনি অনুরোধ করে বলেন, ‘আমার ইরানি নম্বর বর্তমানে বন্ধ রয়েছে। সরাসরি কল করতে হলে ফারুক হোসাইনের নম্বরে কল দিন। সাংবাদিক ভাইদের অনুরোধ, দয়া করে এই নম্বরগুলোতে শুধু তথ্য জানার জন্য বারবার ফোন করবেন না- এগুলো মূলত জরুরি যোগাযোগের জন্য সংরক্ষিত।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102