ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার (১৫ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে অনেকগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার কয়েক মিনিট পরেই বিবৃতি দিয়েছে, যেখানে নাগরিকদের সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
ধারণা করা হচ্ছে একসঙ্গে অর্ধশত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।