গাজার দক্ষিণাঞ্চলে হামাসের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহত ২১ বছর বয়সী নোম শেমেশ জেরুজালেমের বাসিন্দা এবং শিমশন ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন।
টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, রোববার সকালে খান ইউনিস এলাকায় আরপিজি হামলায় তিনি নিহত হন এবং আরেক সেনা আহত হন। এ নিয়ে গাজা অভিযানে ইসরায়েলের মোট সেনা নিহতের সংখ্যা ৪৩০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে পুলিশ সদস্য ও বেসামরিক কর্মীও রয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এখনো ৫৩ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত থাকতে পারে বলে জানায় আইডিএফ। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর গাজা যুদ্ধ দ্বিতীয় অগ্রাধিকার পেয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইতিমধ্যে ১০ জন নিহত হয়েছেন।